RAM ও ROM কী? এদের পার্থক্য

 




```html র‍্যাম (RAM) ও রম (ROM): সংজ্ঞা ও পার্থক্য

র‍্যাম (RAM) ও রম (ROM)

সংজ্ঞা ও পার্থক্য টেবিল আকারে

র‍্যাম (RAM) কী?

RAM বা Random Access Memory হলো কম্পিউটারের একটি অস্থায়ী মেমরি যেখানে প্রোগ্রাম চলাকালীন ডেটা সাময়িকভাবে সংরক্ষণ করা হয়। কম্পিউটার বন্ধ বা বিদ্যুৎ চলে গেলে এর ডেটা মুছে যায়।

রম (ROM) কী?

ROM বা Read Only Memory হলো কম্পিউটারের একটি স্থায়ী মেমরি যেখানে গুরুত্বপূর্ণ সিস্টেম ডেটা ও নির্দেশাবলী সংরক্ষিত থাকে। বিদ্যুৎ চলে গেলেও ডেটা অক্ষুণ্ণ থাকে।

পার্থক্য (টেবিল)

বিষয় র‍্যাম (RAM) রম (ROM)
পূর্ণরূপ Random Access Memory Read Only Memory
প্রকৃতি অস্থায়ী মেমরি স্থায়ী মেমরি
ডেটা টিকিয়ে রাখা বিদ্যুৎ গেলে মুছে যায় বিদ্যুৎ গেলেও থাকে
কাজ প্রোগ্রাম চলাকালীন সাময়িক ডেটা সংরক্ষণ সিস্টেমের স্থায়ী ডেটা ও নির্দেশ সংরক্ষণ
লেখা–পড়া পড়া ও লেখা—দুটোই সম্ভব সাধারণত শুধু পড়া (কিছু ক্ষেত্রে আপডেটযোগ্য)
গতি খুব দ্রুত তুলনামূলক ধীর
পরিবর্তনযোগ্যতা সহজে পরিবর্তনযোগ্য সাধারণত পরিবর্তনযোগ্য নয় (কিছু ROM আপডেট করা যায়)
ব্যবহার অপারেটিং সিস্টেম ও অ্যাপের রানটাইম ডেটা ফার্মওয়্যার/BIOS বা সিস্টেম প্রোগ্রাম
```

Post a Comment

Previous Post Next Post