Pilot Fish Behaviour - রাফিউ আহমেদ



Title: Pilot Fish Behaviour 


ফরেন পলিসিতে Pilot Fish Behaviour একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। 


 ক্যারাবিয়ান সাগরে পাইলট মাছের দেখা যাওয়া যায়। তারা বড় বড় হিংস্র মাছ যেমন হাঙ্গর মাছের আশেপাশে থাকে। এমন ভাবে থাকে যেন হাঙ্গর মাছ তাদের খেতে না পারে। 

এবং এসব মাছ হাঙ্গর মাছের গায়ে জমা শেওলা  খেয়ে বেঁচে থাকে! 

হাঙ্গর মাছ এদের উপস্থিতি টের পেয়ে খাওয়ার চেষ্টা করলেও খেতে পারে না। এবং আশেপাশে হাঙ্গর মাছ থাকায় অন্য মাছও এদের খেতে আসে না।


মূলত এখান থেকেই আইডিয়া নেওয়া হয়েছে।

হাঙ্গর মানে বড়, সামরিকভাবে শক্তিশালী ও আগ্রাসী দেশকে বুঝায়, যেমন রাশিয়া, চীন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স ইত্যাদি। 

এই দেশ গুলো নানান ভাবে ছোট দেশ গুলোকে (আয়তনে ছোট, সামরিকভাবে ছোট, জিডিপিতে ছোট ইত্যাদি) নানান ভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে।


সেক্ষেত্রে ছোট দেশ গুলোর বিহেভিয়ার হওয়া উচিত Pilot Fish এর মত। এরা সরাসরি খাদ্যে পরিণত হবে বা আবার দূরেও সরে যাবে না। বরং তারা বড় দেশকে টেকনিক্যালি ইউজ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের জায়গা সুসংহত করবে।


ধন্যবাদ।


Post a Comment

Previous Post Next Post