গাজায় যুদ্ধবিরতিতে ভারতের না ভোট

 




ফিলিস্তিনের গাজায় ত্রাণসহায়তা পাঠাতে মানবিক দিক বিবেচনায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে পাস হওয়া প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকায় দেশটিতে সমালোচনা শুরু হয়েছে।


এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল,

মোদী প্রথমে ইসরাইলকে সাপোর্ট করে কমেন্ট করে ফেলেন। এটা নিয়ে পরবর্তীতে দেশের ভেতরে বাইরে সমালোচনা হলে,

পররাষ্ট্রমন্ত্রী জয় শংকর জানান স্বাধীন প্যালেস্টাইনের প্রতি ভারতের নীতির পরিবর্তন হয়নি ও ভারত সবসময় প্যালেস্টাইনের পক্ষে আছে। এছাড়া গাজায় ত্রাণ পাঠানীর ঘোষণা দেন।


তার ঘোষণার পর অনেকেই আশ্বস্ত হলেও জাতিসংঘে ভোট দানে বিরত থাকায় সবাই অবাকই হয়েছে। কারণ এই রেজুলেশন যে পাশ হবে এটা সবাই জানে। 





এছাড়া না ভোট দাতাদের মধ্যে আমেরিকা বাদে বিগ ফিশ কেউ নেই, এমনকি UK, France, Canada, Germany,  Japan এর মত দেশও নেই। সে সব দেশের শাসকরা ইতোমধ্যে অভ্যন্তরীণ চাপে পড়েছেন নোংরা ভাবে ইসরায়েলকে সাপোর্ট করার জন্যে।


গ্রুপ- International Relations Analysis (Job & Knowledge) 

Telegram - https://t.me/irp2023

Post a Comment

Previous Post Next Post