আলাস্কা সামিট: পুতিন ও ট্রাম্প - Biborno Rafi

 

 

 

গত রাতে (১৫ আগস্ট ২০২৫)  ট্রাম্প ও পুতিনের ৩ ঘন্টা ব্যাপী একটা বৈঠক হলো।

কোনো ধরনের চুক্তি ছাড়াই  ট্রাম্প ও  ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল আলোচিত আলাস্কা বৈঠক শেষ হয়েছে। বৈঠকের পর উভয় নেতাই আলাস্কা ছেড়েছেন।


যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরের একটি সামরিক ঘাঁটিতে শুক্রবার প্রায় তিন ঘণ্টা দীর্ঘ এ বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।


পরে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তাদের বৈঠকে আলোচনায় অগ্রগতি হলেও এখনো লক্ষ্যে পৌঁছাতে পারেননি তারা।


এটার মোটামুটি একটা জিস্ট দাঁড় করালে এমন হয়-

☞ মিটিং থেকে খুব একটা লাভ হয়নি, কোন ডিল বা কিছু নিয়েই আউটকাম নাই। যদিও জয়েন্ট ব্রিফিংয়ে প্রোগ্রেসের কথা বলা হয়েছে, এইটা মূলত বাংলাদেশের ম্যাচ হেরে ক্যাপ্টেনের বলা- 'হার থেকে অনেক কিছু শিখেছি', যদিও পরের ম্যাচে আবার হারে। তবে লাভ না হলেও আলোচনা একটা ভাল দিকের সূচনা।

☞ ট্রাম্প যেভাবে হম্বিতম্বি করেছেন, এতে রাশিয়ার সাথে লাভ একটু কম হচ্ছে।

☞ ইউক্রেন মোটামুটি খুশি। অন্তত গতকাল ট্রাম্প পুতিনের সাথে ইউক্রেন সাপেক্ষে আজেবাজে কোন ডিলের ঘোষণা দেয় নাই।

☞ পরের মিটিংয়ে ইউক্রেনের থাকার কথা থাকলেও সেটা সম্ভবত হচ্ছে না। কারণ ট্রাম্প পরের মিটিংয়ের কথা বলতেই পুতিন বলেন- Next Time in Moscow!  ট্রাম্প মোটামুটি এগ্রি করেন, মস্কোতে হলে জেলনেস্কির থাকার সম্ভাবনা নাই বললেই চলে। 

☞ আমেরিকান প্রেস খুবই একপাক্ষিক। গাজায় যখন শত শত মানুষ মারছে নেতানিয়াহু, সেইটাকে হাসিমুখে মেনে নিয়ে পুতিনকে সিভিলিয়ান কিলার বলার কোন গ্রাউন্ড তাদের নাই। তাছাড়া ইউক্রেনে ক্যাজুয়ালিটি আমেরিকার অন্যান্য যুদ্ধের চেয়ে অনেক কম। সম্ভবত এই জন্যেই জয়েন্ট প্রেস ব্রিফিংয়ে প্রশ্ন নেওয়া হয়নি।


এবার যদি মিটিংয়ের আগের কিছু সিনারিও দেখেন- 

✔ পুতিন ২য় বিশ্বযুদ্ধে আমেরিকা রাশিয়া কোঅপারেশন ও যুদ্ধে নিহত রাশিয়ার সৈন্য যারা আলাস্কায় সমাহিত হয়েছিলেন, তাদের সমাধিতে শ্রদ্ধা জানান।



✔ ট্রাম্প পুতিনকে তার গাড়িতে চড়ার আমন্ত্রণ জানান। 


✔ মোটামুটি ভালই একটা শো অফ করেন ট্রাম্প, যদিও সেইটা রেসপেক্ট দেখানোও হতে পারে। এয়ারফোর্স ওয়ান এর সামনে ৪টা র‍্যাপটর যুদ্ধ বিমান, এছাড়া তারা দুজনে যখন হেঁটে যাচ্ছিলেন তখনি আকাশে B2 Spirit, F-22 Raptor, F-35 Lightning II উড়ে যায়, তখন ট্রাম্প হাঁটা থামিয়ে পুতিনকে আকাশের দিকে নির্দেশ করেন। 




B-2 দিয়ে মাত্রই ইরানে আক্রমণ চালিয়েছে আমেরিকা। তখন বেশ আলোচিত হয়েছিল। এই মিটিংয়ে B-2 শো অফ করা একটু প্রেশার ক্রিয়েট করার মতই হতে পারে।






Post a Comment

Previous Post Next Post