ভিডিও লিংকঃ
কয়েকদিন আগে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এটা নিয়ে চারপাশে অনেক হৈচৈ হলো। তার অন্যতম কারণ ছিল যানবাহনের ভাড়া বৃদ্ধি করা। সবার সুতীক্ষ্ণ নজর ছিল বাস ভাড়া কত বাড়ে তার উপর!
কিন্তু সবাই শুধু বাস ভাড়া নিয়েই সচেতন কেন? জ্বালানী কি শুধুমাত্র বাস ভাড়ার সাথেই সম্পর্কিত?
এক্ষেত্রে আমরা একটা দৃশ্যপট কল্পনা করি। অবশ্য দৃশ্যটা এতই বাস্তব যে কল্পনার চেয়ে স্মৃতিচারণ করি বলা যায়।
দৃশ্যপট: ০১
"রোজার মাসে বেগুনের দাম বেড়ে গেছে। বিক্রেতা কিছুতেই কম টাকায় পণ্য ছাড়বে না, আবার ক্রেতাও কোন মতে বাড়তি টাকা দিয়ে কিনবে না। তাই সে বেগুনের পরিবর্তে কাঁচা পেঁপে কিনে নিয়ে আসছে।"
টাকা বেড়ে গেলে ক্রেতা কিনবে না। আস্তেধীরে দাম কমে যাবে,কারণ সবাই না কিনলে চাহিদা কমে যাবে। অর্থাৎ বেশিরভাগ পণ্যের দাম বৃদ্ধির অর্থ শুধু সে-ই পণ্যের দাম বৃদ্ধি পাওয়া। পেঁয়াজের দাম শুধু পেঁয়াজের দাম বৃদ্ধি অন্য কিছুর না।
কিন্তু জ্বালানী তেলের দাম বৃদ্ধি মানে কি শুধু জ্বালানী তেলের দাম বৃদ্ধি?
জ্বালানী তেলের দাম বৃদ্ধির অর্থ যে সব জায়গায় জ্বালানী তেল ব্যবহার করা হয় সব কিছুর দাম বৃদ্ধি।
যেমন ধরুন,
একজন কৃষক ডিজেলের মটোরে সেচ দেন। তাহলে খুব স্বাভাবিক ভাবেই ফসলের উৎপাদন খরচ বাড়বে। এখন এটাই কি ফসল সম্পর্কিত একমাত্র খরচ?
আরেকটু জটিল ভাবে ভাবার চেষ্টা করি তাহলে।
একজন কৃষক জমিতে:
১- ডিজেলের মটোরে সেচ দেন,
২- সার প্রদান করেন,
৩- জমি মাড়াই বা ফসল তুলতে যন্ত্রপাতি কিনেন,
৪- ফসল বিক্রি করেন।
এখানে কি শুধুমাত্র সেচের জন্যেই দাম বাড়বে?
(২) ,(৩) ,(৪) অংশে কি ডিজেলের ব্যবহার নেই? অবশই আছে! কারণ সার কিনে আনা, যন্ত্রপাতি কিনে আনা, বা ফসল বিক্রি করতে গাড়ি ব্যবহার করা ইত্যাদিতে জ্বালানী ব্যবহৃত হয়। অর্থাৎ জ্বালানীর দাম বৃদ্ধির জন্যে শুধু পণ্যের দাম একবার (সেচের জন্যে) বাড়বে এমন না, বরং প্রতিটা অংশে বাড়বে!
অর্থাৎডিজেলের দাম ১ টাকা বাড়া মানে পণ্যের বিক্রয়মূল্য ১ টাকা বাড়া না, বরং তা ৪/৫ টাকা বৃদ্ধি।
গ্যাসের দাম বাড়েনি তাই সিএনজির ভাড়া বাড়বে না, আপাতত ঠিক মনে হলেও একটা সময়ে সিএনজি ড্রাইভাররাও ক্ষতিগ্রস্ত হবে। কারণ তাদের জ্বালানীর দাম না বাড়লেও অন্যান্য অধিকাংশ পণ্যের দাম বৃদ্ধির কারণে তাদের ক্রয়ক্ষমতা হ্রাস পাবে। সত্যি বলতে আমাদের সবারই ক্রয়ক্ষমতা হ্রাস পাবে।
যাইহোক ,
আমরা মোটামুটি বুঝতে পেরেছি ,
জ্বালানী তেলের দাম বৃদ্ধি মানে একক কোন পণ্যের দাম বৃদ্ধি না। তাই জ্বালানী তেলের দাম বৃদ্ধি আর অন্যান্য পণ্যের দাম বৃদ্ধিকে একই পাল্লায় মাপলে তা যৌক্তিক হবে না।
Post a Comment