কোকা-কোলা পলিসি -- রাফিউ আহমেদ

 


 

কোকা-কোলা পলিসি  যদিও কোকা-কোলা পলিসি ইন্টারন্যাশনাল এফেয়ার্সের টপিক, এটার সার্বিক প্রয়োগ দেখা যায় প্রায় সব দেশের ডোমেস্টিক ইস্যু গুলোতে।   

 

প্রায়শই দেখবেন কোন সিরিয়াস ইস্যু চলছে, যেমন ধরুন মুদ্রাস্ফীতি কিংবা আমেরিকার বৈরী মন্তব্য বা পদক্ষেপ; এর মধ্যে খুবই সাধারণ ব্যাপার নিয়ে যেমন পরীমনির বাচ্চা দেখতে কার মত হয়েছে, শাকিব খান বুবলির বিষয়ে কী বললেন অপু বিশ্বাস এসব লাইট ইস্যু নিয়ে হাইপ শুরু হয়ে যায়।  এসব লাইট ইস্যুর জন্যে জনগুরুত্বপূর্ণ বিষয় গুলো অনেক সময় ঢাকা পড়তে দেখা যায়।   

 

কোন ছোটখাটো অগুরুত্বপূর্ণ বিষয় দিয়ে কোন দেশের অধিকাংশ জনগণ, যুবকদের 'গুরুত্বপূর্ণ' বিষয় থেকে দূরে সরিয়ে রাখার পলিসিকেই কোকা-কোলা পলিসি বলে।
   

 

তবে শুধু যে লাইট ইস্যু দিয়েই করা হয় এমন না, যেমন নেতানিয়াহু ইসরায়েলের সংবিধান পরিবর্তন করার চেষ্টা করলে জনগণের তুমুল আন্দোলন গড়ে তুলে। এই আন্দোলনকে অন্য ইস্যু দিয়ে চাপা দেওয়ার জন্যে নেতানিয়াহু গাজা আক্রমণ করেন।  এরপর সেদেশের মিডিয়া সহ ইন্টারন্যাশনাল মিডিয়া শুধু ইসরায়েলের গাজা আক্রমণ নিয়ে নিউজ করতে থাকে, সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলতে থাকে, মাঝখানে সংবিধান সংশোধন বিরোধী আন্দোলন স্তিমিত হয়ে যায়।  

 

এটার উদাহরণ হিসেবে আমরা ভারতকেও দেখতে পারি,  কোন গুরুত্বপূর্ণ, সরকারের জন্যে বিব্রতকর ইস্যু আসলেই তারা গরু সহ নানান ইস্যু নিয়ে ধর্মীয় উস্কানি দিয়ে থাকে। এতে মানুষ ধর্ম নিয়ে ব্যস্ত হয়ে মূল ইস্যু থেকে দূরে সরে যায়।   

 

কোকা-কোলা পলিসির ব্যবহার প্রায় সব দেশেই কমবেশি দেখা যায়। তবে জনগণ যদি স্মার্ট ও শিক্ষিত হয় এবং গুড গভার্নেন্স চালু থাকে, তবে এই পলিসি খুব একটা কাজে আসে না। 

Post a Comment

Previous Post Next Post