উত্তর কোরিয়া ছাড়াও ফিলিস্তিনকে অনেকেই সাহায্য করতে চাচ্ছে, এটা মূখ্য ইস্যু না।
মূখ্য ইস্যু হচ্ছে -
আগের একটা পোস্টে লিখেছিলাম - উত্তর কোরিয়া এখন বিশ্ব
রাজনীতি ও অর্থনীতিতে ঢুকতে চাচ্ছে।
এর কয়েকটা কারণ আছে --
১। এখন বিশ্ব মাল্টিপোলার সিস্টেমে চললেও মূলত এখন চীনই নেতৃত্ব দিচ্ছে। অন্তত পুরো এশিয়া ও আফ্রিকা। যদিও আফ্রিকায় রাশিয়ার হোল্ড ভাল।
বাট ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক অনেক ডেভলাপড হয়েছে।
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন: https://t.me/irp2023
২। উত্তর কোরিয়া সামরিক দিক দিয়ে অনেক সক্ষমতা অর্জন করেছে। এখন তারা নিজেকে সামরিক দিক দিয়ে মোটামুটি 'পরিতৃপ্ত' ভাবা শুরু করেছে। এ ছাড়া নিরাপদ বোধও করছে।
৩। এখন তারা আন্তর্জাতিক অর্থনৈতিক সিস্টেমে যুক্ত হতে চাইবে। কারণ এই সিস্টেম দেশ হিসেবে লিড দিচ্ছে বা দিবে চীন।
৪। অস্ত্র ব্যবসা তাদের একটা ইমার্জিং সেক্টর হবে। কারণ তাদের অস্ত্রের সফল প্রয়োগ করছে রাশিয়া। তাই বৈশ্বিক বাজারে উত্তর কোরিয়ার অস্ত্রের বাজার বাড়বে।
বেশিরভাগ দেশের অস্ত্র বিক্রি বাড়েনা জাস্ট ফিল্ডে ব্যবহার ও সাকসেস রেশিও জানা যায় না তাই।
আবার আমেরিকা, ইউকে, ফ্রান্স ওরা সবসময় যুদ্ধরত থাকায় তাদের অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা বেশি বিক্রি হয়।
৫। উত্তর কোরিয়া সরাসরি অর্থনৈতিক ব্যবস্থায় ঢুকতে না পারলে ব্ল্যাক মার্কেটের আর্মস বিজনেস কাঁপানোর ভালই সক্ষমতা রাখছে।
বিশ্ব এক জটিল সমীকরণের মুখে পডবে খুব শীঘ্রই।
Post a Comment